আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নাজমুল হোসেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাগধা ইউনিয়নের চক্রবাড়ি গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে ও স্থানীয় যুবদল নেতা নাজমুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ অক্টোবর একটি অনলাইন পোর্টাল ‘বরিশাল রুপান্তর’-এ আমাকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “গত ১৩ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক কারবারি শাহাদাত হোসেন পিযুষকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করি। এই ঘটনার পর থেকে পিযুষ ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জেরে ১২ অক্টোবর ছাত্রদল নেতা মুহিদ হাওলাদারকে অপহরণ করে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়, যেখানে আমাকে ও আরও কয়েকজনকে মাদক ব্যবসার সাথে জড়িত বলা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “অপহরণকারী অশিষ হাওলাদার ও তার সহযোগীরা এই মিথ্যা নাটক সাজিয়েছে আমাদের হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন শাহ, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মিয়া, শফিকুল ইসলাম ফারুক আকন, রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা শহিদ মিয়া ও শাহজাহান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।
নাজমুল হোসেন সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন যাচাই-বাছাই ছাড়া এমন মিথ্যা সংবাদ প্রকাশ না করা হয় এবং তার ও তার সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.