নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের শ্যামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম সরস্বতীপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্যামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি জব্দের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।