২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল রিশাদ হোসেনের। সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে জায়গা করে নিয়েছিলেন এই লেগি। এ ছাড়া তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও রিশাদের ব্যাপারে ইতিবাচক ছিলেন। সময়ের পরিক্রমায় রিশাদ এখন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য।
গতকাল বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেকে চিনিয়েছেন রিশাদ। আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে রিশাদকে নিয়ে নান্নু বলেছেন, 'আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, তাকে নিয়ে কিন্তু অনেক স্ট্রাগল পিরিয়ডের মধ্যে গিয়েছি। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে সে এই পর্যায়ে।'
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.