বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম বলেছেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না; মোটরসাইকেল মহড়া দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করতে চাই না।” তিনি বলেছেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য যে অবদান রাখেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের জন্য কী কাজ করতে চান—এসব তথ্য জনগণের মধ্যে পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার নিজ জন্মভূমি গোটা পাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩১ দফা লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এম এ সালাম তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে যারা অন্যায়, জুলুম ও নির্যাতন করেছে তাদের বিচার আইনগত পথে করবো; আইন নিজের হাতে তুলে নেবো না।”
লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপি সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, উপজেলার বিভিন্ন গণমাধ্যমে দলের কর্মসূচি ও মূল সরকারের কাজ-কর্মের বিরুদ্ধে তাদের পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এ অভিযান পরিচালিত হয়েছে।