Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিজেএ নির্বাচনে পরাজিত টিপু সুলতান, দ্বিতীয় ধাপে নেতৃত্ব নির্বাচন আজ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) অর্ডিনারি গ্রুপের পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে জয়ী হতে পারেননি খুলনার আলোচিত ঋণখেলাপি ও ঢাকা ট্রেডিং হাউজের মালিক টিপু সুলতান। গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ১০৯ ভোট পেয়ে ১৩তম স্থানে থাকায় নির্বাচিত ১২ জন পরিচালকের তালিকায় স্থান হয়নি তার।

আজ সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বিজেএ নির্বাচনের দ্বিতীয় ধাপ। দুপুর ২টায় সংগঠনের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে। এই ধাপে অর্ডিনারি গ্রুপ থেকে নির্বাচিত ১২ পরিচালক এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ পরিচালক—মোট ১৮ জন নেতৃত্ব বাছাই করবেন।

চেয়ারম্যান পদে দৌড়ে এগিয়ে আছেন বিদায়ী চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ পম্পি, যিনি দৌলতপুর থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ব্যাংক সূত্রে জানা গেছে, পম্পির নামে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, খুলনা শাখায় প্রায় ২১ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা পরিশোধ না করেই তিনি গত দুই বছর বিজেএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে, আলোচিত ব্যবসায়ী টিপু সুলতান খুলনা ও নারায়ণগঞ্জ কেন্দ্রে অংশ নিয়ে যথাক্রমে ৯২ ও ১৭ ভোট পেয়ে মোট ১০৯ ভোট পান। কিন্তু তা নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট হয়নি। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। জনতা ব্যাংকের ৬৯২ কোটি টাকার ঋণসহ একাধিক ব্যাংকে তার বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে। তার বিরুদ্ধে দুদক ও বিভিন্ন ব্যাংক মিলে অন্তত ১০টিরও বেশি মামলা করেছে।

সোমবার দুপুর ১২টায় মনোনয়নপত্র কেনার সময় নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়ন ফি ১ লাখ টাকা, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ৫০ হাজার এবং ভাইস চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা।

ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ১৮ জন পরিচালকের মধ্যে ১৫ জনই খুলনার বাসিন্দা হওয়ায় নেতৃত্বে খুলনার প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি। ভাইস চেয়ারম্যান পদের একটি নারায়ণগঞ্জের ব্যবসায়ীকে দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

চেয়ারম্যান পদে এখন আলোচনায় রয়েছেন ফরহাদ আহমেদ আকন্দ পম্পি ও খন্দকার আলমগীর কবির। পম্পি আওয়ামী রাজনীতিতে সক্রিয় এবং জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে। অন্যদিকে খন্দকার আলমগীর কবির বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও সরাসরি রাজনীতিতে সক্রিয় নন।

এ বিষয়ে খন্দকার আলমগীর কবির বলেন, “অনেকেই আমাকে ভোট করতে বলছেন, তবে মনোনয়নপত্র কেনার আগে কিছু বলা ঠিক হবে না।”
ফরহাদ আহমেদ আকন্দ পম্পি বলেন, “সবাইয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।