নাহিদুজ্জামান শয়ন, খোকসা (কুষ্টিয়া)
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি), কুষ্টিয়া জোনাল ও শাখা অফিসের উদ্যোগে গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে অংশীজনদের সাথে এক গণশুনানির আয়োজন করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জোনাল ম্যানেজার প্রদীপ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে উপস্থিত ছিলেন কর্পোরেশনের আওতাধীন শাখা অফিসসমূহের ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ঋণ ও বিনিয়োগ গ্রহীতাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ, মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি বলেন, গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে বিএইচবিএফসি সব সময় আন্তরিক। অংশগ্রহণকারীদের নানা প্রস্তাব ও সমস্যার প্রেক্ষিতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, যা ১৯৫২ সাল থেকে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জন্য স্বল্প মুনাফায় গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সুবিধা দিয়ে আসছে। বর্তমানে কর্পোরেশনটি সারাদেশে ১৮টি জোনাল ও ৭৩টি শাখা অফিসের মাধ্যমে প্রচলিত এবং ইসলামী শরীয়াভিত্তিক উভয় পদ্ধতিতে ঋণ প্রদান করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.