বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছেন এবং দলীয় নির্দেশনা অমান্য করেছেন।
নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান না করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব বলেন,
“দলের শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। যুবদল এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৎপরতা জোরদারের লক্ষ্যে কাজ করছে। ”