Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য — নিমকো মহাপরিচালক

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” বিষয়ে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা সোমবার (২০ অক্টোবর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত করার এক বিশাল কর্মসূচি শুরু হয়েছে। এই উদ্যোগ সফল করতে টিকা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন,

 “গণমাধ্যম সমাজে জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির অন্যতম শক্তিশালী মাধ্যম। টিকা নিয়ে জনগণের মনে যে ভীতি বা বিভ্রান্তি রয়েছে, সাংবাদিকরা ইতিবাচক সংবাদ ও সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তা দূর করতে পারেন।”

মহাপরিচালক বলেন, অভিভাবকদের টিকাদানে উদ্বুদ্ধ করা এবং মাঠপর্যায়ের কার্যক্রমে কোনো সীমাবদ্ধতা থাকলে তা কর্তৃপক্ষের নজরে আনা— এই ক্ষেত্রেও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, টাইফয়েড টিকাদান কর্মসূচি সুস্থ জাতি ও উন্নত বাংলাদেশ গঠনে বড় অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

তিনি বলেন,

“বাংলাদেশের ইপিআই কর্মসূচি বহু বছর ধরে আন্তর্জাতিকভাবে প্রশংসিত। চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচিও সফল হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা বিষয়ে প্রচারিত ভ্রান্ত তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান, এবং ইউনিসেফ খুলনা অফিসের চিফ মো. কাউসার হোসেন।

স্বাগত বক্তব্য দেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার।

এ সময় খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, আঞ্চলিক তথ্য অফিসের উপ–প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং খুলনা অঞ্চলে কর্মরত প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।