হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল গাজীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিনে প্রায় ২০ হাজার টাকা মূল্যের গাছটি কেটে নেওয়া হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হলে ইউপি সদস্য রেজাউল গাজী গাছটি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, “ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাই।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওলিয়ার রহমান জানান, ঘটনাটি জানার পর ইউএনও’র মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে গাছটি আগের জায়গায় রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ইউপি সদস্য রেজাউল গাজী দাবি করেন, “বিদ্যালয়ের প্রাচীর দুই ফুট জায়গা ছেড়ে নির্মাণ করা হয়েছে। গাছটি সেই জায়গার ভেতর ছিল, তাই এটি আমার সম্পত্তিতে পড়েছে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা যেকোনো গাছ সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত এবং তা কাটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.