গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে আজানের সময় চোর ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করেছে। মসজিদটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, “আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি, আজানের মধ্যেই চোর ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে।”
মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান জানিয়েছেন, “আমি দীর্ঘদিন ধরে আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। সোমবার দুপুর একটার দিকে যোহরের আজান দিচ্ছিলাম। এরই মধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে এবং আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান চলাকালীন ওই চোরকে ধরতে সমীচিন মনে হয়নি। আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরও চোরকে পাওয়া যায়নি।”
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি এখনও জানা নেই। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.