হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিএনপি বা তার নিজের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে আহ্বান জানিয়েছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, “এ ধরনের অপকর্মে লিপ্ত যে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
রোববার (২০ অক্টোবর) দুপুরে নাভারণ বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আবুল হাসান জহির বলেন, “শার্শা আসনে তিন যুগেরও বেশি সময় ধরে বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছি। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দলকে সুসংগঠিত রাখতে নিরলস পরিশ্রম করেছি। ৪৬টি মামলার আসামি হয়েছি, হামলার শিকার হয়েছি, বহুবার কারাভোগ করেছি। কিন্তু সম্প্রতি শুনছি কেউ কেউ আমার বা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে — এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “যে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাকে ধরে রেখে আমাকে খবর দিন। আমি নিজেই পুলিশ দিয়ে তাকে আটক করব। বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে অপকর্মে লিপ্ত হয়, তার দায় দল বা আমি নেব না।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মাদ আলী শহিন, সহ–সাধারণ সম্পাদক প্রভাসক মামুনুর রশিদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খানসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।