এস আই মল্লিক, ঝিনাইদহ
“শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক” — এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হিরো উমেন স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান।
সোমবার (২০ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোছা রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
উল্লেখ্য, জাপানি নারী হিরেকো কোবাইসির সহযোগিতায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জের ৫০ জন দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা মাসে ৪০০ টাকা এবং একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা মাসে ৫০০ টাকা করে এই বৃত্তি পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.