Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কথায় ফ্যাসিবাদের সুর — মিয়া গোলাম পরওয়ার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “নতুন একটি দল জন্ম গ্রহণ করেই বাবার আগে হাঁটতে চাইছে, আর বিএনপির বক্তব্যের মধ্যে ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি। পতিত সৈরাচারের মতো তারাও জামায়াতকে নিষিদ্ধ করতে চায়।”

 

তিনি বলেন, ইসলামী আন্দোলনের পথে জামায়াতের অনেক নেতা শহীদ হয়েছেন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। তখন সকল ধর্ম ও বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।

 

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা” শীর্ষক ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির দিকে ইঙ্গিত করে অধ্যাপক পরওয়ার বলেন, “৫ আগস্টের পরে একটি দল দেশব্যাপী দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেছে। ফ্যাসিস্টদের মতো তারা লুটপাটে মেতে উঠেছে। জামায়াতে ইসলামী সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অন্যায়-অবিচার থেকে মুক্ত করতে চায়। সকলের সহযোগিতায় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

 

তিনি নবগঠিত এনসিপি দলের উদ্দেশে বলেন, “তোমাদের জন্য দোয়া রইলো, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হও, তবে এখনই বাপের আগে হাঁটতে যেও না।”

 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তালা বিদে পুরাতন হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, অমুসলিম শাখার খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য শিক্ষক শফিকুল ইসলাম, সাতক্ষীরার সাবেক আমির হাফেজ রবিউল বাসার, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারি আজিজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, জেলা যুব জামায়াতের সভাপতি ওমর ফারুক ও ছাত্রশিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু রাজনীতিতে এখন নতুন স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।