Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে উন্নয়ন ও সম্প্রীতির স্বপ্ন দেখছেন আনোয়ারুল মোমেন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৫৩, ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।

 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।

 

বক্তব্যে তিনি বলেন, “আমি নান্দাইলকে নিয়ে যে স্বপ্ন দেখি—আগামীর নান্দাইল হবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির নান্দাইল। এই স্বপ্ন বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধির পথে যেসব বাধা আসবে, সেগুলো আগে দূর করতে হবে। যুব সমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নান্দাইল হবে উন্নত ও আধুনিক উপজেলা।”

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উমর ফারুক নোমানী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দীকি, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু এবং কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী প্রমুখ।

 

এ সময় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।