শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্রনেতা জুবায়ের হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে পৌঁছায়। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফরিদ, মেহেদি, মাসুদ পারভেজ, অজয় কুমার মণ্ডল, আহসান, গোবিন্দপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহরব হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন ও সাধারণ সম্পাদক জুলফিকার হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জুবায়ের হত্যার মতো নৃশংস ঘটনার দায়ীদের দ্রুত বিচার করা উচিত। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।