দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত সততা ক্লিনিকে চিকিৎসা সেবার পরিবর্তে দীর্ঘদিন ধরে অবৈধ এ দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠে। এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে এলাকাবাসী ঘটনার সাথে জড়িত নারী-পুরুষ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লারদর্গা বাজারের সততা ক্লিনিকের মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার নারীদের ভাড়া করে এনে নিজ ক্লিনিকে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কাছে অভিযোগ দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাতে এলাকাবাসী ওই ক্লিনিকে প্রবেশ করে সাতক্ষীরার এক নারী ও একই এলাকার এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
ক্লিনিক ব্যবসার আড়ালে এমন অনৈতিক ব্যবসার বিষয়ে বিষয়ে দৌলতপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসা অভিযোগে এলাকাবাসী হাতেনাতে নারী-পুরুষ দু’জনকে আটক করেছে এমন খবর শুনেছি। তিনি আরও বলেন, এর আগেও সততা ক্লিনিক নামে ওই ক্লিনিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছি। তবে সে আমাদের সমিতির সদস্য না হওয়ায় আমরা সরাসরি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছিনা।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জনতার হাতে আটক দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসার অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.