নাইম উদ্দিন আকন, পিরোজপুর
স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফিরোজ আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত। একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলম বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ফিরোজ আলমের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ছয় সন্তানের জননী বিউটি পারিবারিক কলহের শিকার হন।
২০১৯ সালের ৫ অক্টোবর রাতে পারিবারিক বিরোধের জেরে ফিরোজ আলম তার স্ত্রী বিউটিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর সে নিজেকে রক্ষা করতে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করে।
নিহতের ভাই মো. ইউনুস মল্লিক ভান্ডারিয়া থানায় ফিরোজ আলমসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ফিরোজকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
বিচারক সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আজ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.