নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
“আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এবার ঐক্যবদ্ধভাবে নতুন এক স্বপ্নের বাংলাদেশ গড়ব”—এই প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার।
মাসুদ সাঈদী বলেন,“আজ আমরা এমন এক বাংলাদেশে পৌঁছেছি, যেখানে দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন সফলতার মুখ দেখেছে। আমরা দল-মতের ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে গণতন্ত্র, ইনসাফ ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে লড়েছি। এখন সেই আন্দোলনের সফল পরিণতির দ্বারপ্রান্তে এসে আমাদের ভেতরে বিভেদ সৃষ্টির গভীর চক্রান্ত চলছে—এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন,“গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেটি যেন বিভেদ সৃষ্টি না করে। আমরা যেন শত্রুর ফাঁদে পা না দিই। আজ আমাদের একটাই অঙ্গীকার—বিভেদ নয়, ঐক্য চাই। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্নে শহীদরা জীবন দিয়েছিলেন।”
সাঈদী বলেন,“স্বপ্নের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে, এবং জনগণের দ্বারা পরিচালিত সরকার থাকবে।”
তিনি সকল ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,“এই ঐক্যই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি হবে। আমরা একসাথে ছিলাম, আছি, এবং থাকব—যতদিন না সত্যিকারের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম,সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান,শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান,ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার ও তপন কুমার সাহা,ইউনিয়ন জামায়াত আমীর ওমর ফারুক,যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেন ও শফিকুল ইসলাম
এছাড়াও জামায়াত, বিএনপি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.