গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটককৃত বরিশালের গৌরনদী উপজেলার ৬০ ও আগৈলঝাড়া উপজেলার ১০ যুবককে বন্দিদশা থেকে ছাড়িয়ে আনার দাবিতে দালালের বাড়িতে তিন দিন (শনি থেকে সোম) অভিভাববকদের অবস্থান নিয়ে জাকিরের মা ও বোনকে গৃহবন্দি করে রাখেন।
অভিভাববকদের অবস্থান ও বিক্ষোভের মুখে রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বন্দিদশা আটককৃত ৭০ যুবককে ছাড়িয়ে এনে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী ও মানব পাচারকারী চক্রের দালাল জাকির মোল্লা ও কুষ্টিয়া’র লিটনের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী ও মানব পাচারকারী চক্রের দালাল জাকির মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর অভিভাবকের সাথে দালাল জাকির মোল্লা ও লিটন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলাচ্ছেন। এ সময় দীর্ঘ দিন পর প্রিয়জনদের দেখে আবেগ আব্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন। সেখানে কথা হয় সদ্য মুক্তি পাওয়া রিয়াজ সরদারের মা জিয়াসমিন বেগম, মিরাজ সরদারের পিতা আঃ হাই সরদার, সবুজ মোল্লার পিতা ফারুক মোল্লা সহ কয়েকজন মুক্তি পাওয়া যুবকের স্বজনদের সাথে।
মুক্তি পাওয়া যুবকদের স্বজনরা জানান, রবিবার ২০ জন, সোমবার ১৫ জন ও সর্বশেষ মঙ্গলবার ৩৫ জনকে ছাড়িয়ে এনে দালাল জাকির ও লিটনের হেফাজতে রয়েছে।
মুক্তি পাওয়া পরিবারের একাধিক সদস্যরা বলেন, ‘ভাগ্য বদলের আশায় ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের জামাল মোল্লার ছেলে ইতালি প্রবাসী জাকির মোল্লা এবং বগুড়ার ইতালী প্রবাসী সাজু’র মাধ্যমে গৌরনদীর ৬০ যুবক এবং কুষ্টিয়ার লিটনের মাধ্যমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার আরো ১০ যুবক ও অপর ৪ দালালের মাধ্যমে অন্যান্য জেলার ৩৮ যুবক ১৫ লাখ থেকে ১৮ লাখ টাকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির পথে পা বাড়িয়েছিলেন। মুক্তি পাওয়াদের বরাদ দিয়ে স্বজনরা বলেন, ‘দালাল জাকির তার মনোনিত লিবিয়ান ২ থেকে ৩ ব্যক্তির সহযোগীতায় গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে লিবিয়ার বেনগাজি থেকে একটি স্পিডবোড যোগে গৌরনদীর ৩৮ যুবককে ভূমধ্যসাগর পথে ইতালির উদ্দেশ্যে পাঠায়।
একই দিন রাত ১টার দিকে একইস্থান বেনগাজি থেকে দালাল জাকির ও সাজু’র গৌরনদীর আরো ২২ যুবক এবং অন্যান্য দালালের ১০ জন সহ ৩২ বাংলাদেশীকে ইতালির দিকে পাঠানো হয়। তবে ঘটনা চক্রে তারা সকলেই সাগর পথে আটক হয়। এরপর তাদের খোঁজ না পাওয়ায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিলো।
এ ব্যাপারে মানব পাচারকারী চক্রের দালাল জাকির মোল্লা ও কুষ্টিয়া’র লিটন মুঠো ফোনে বলেন, ‘ আমাদের মনোনীত লোকজনে আটককৃত গৌরনদী ও আগৈলঝাড়ার ৭০ জন যুবককে গত দিনের ব্যবধানে গাম্মুদা কারাগারে পাশে একটি গোডাইন থেকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে।
বন্দিদশা থেকে মুক্ত যুবক ও অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেবো। যদি তার ইতালী অথবা বাংলাদেশে যেতে চায়, তাহলে ইটালী অথবা বাংলাদেশে পাঠানো হবে’।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.