শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জামান পরিবহন নামে এক বাসের ধাক্কায় মকিম সরদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মকিম সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুত গতির জামান পরিবহনের বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাগনে মো. আল আমিন মন্ডল জানান, মামা বাড়ি থেকে সকালে বের হয়ে ক্ষেত থেকে খড় সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দুই পাশে কোন কিছু খেয়াল করতে পারেন নি। যে কারনে দ্রুত গতির বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আমরা আটক করে জব্দ করেছি। চালক-হেলপার পলাতক আছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।