বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং গুণগত মান বজায় রেখে সময়মতো প্রকল্প সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরাও সেখানে উপস্থিত থেকে চলমান কাজের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
ইউএনও ফারুক আহমেদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যেন টেকসই ও জনগণের উপকারে আসে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।
উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় চলতি অর্থবছরে বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জনসেবামূলক অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।