যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকচাপায় আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের বাসিন্দা এবং মৃত আনসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, সকাল বেলায় আবুল কালাম বাইসাইকেলে করে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে খুলনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।