Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালের কণ্ঠের কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু গ্রেফতার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দৈনিক কালের কণ্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাছ ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এতে এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাংবাদিক বুলুর সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া এবং সদর উপজেলা প্রতিনিধির দায়িত্বও পালন করতেন।

এ মামলায় মোট ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ১,৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।