শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ গণসংযোগ করেছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় চিতলমারী উপজেলার হিজলা বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
হিজলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম এবং মাওলানা শেখ সোহেল।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ও বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট-বাগেরহাট সদর) প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিজলা ইউনিয়নের বিভিন্ন বাজারে আমরা গণসংযোগ করেছি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। আমরা জনগণের দুঃখ-কষ্ট ও বেদনার কথা শুনেছি। তারা যাতে আগামী নির্বাচনে আমাদের পক্ষে রায় দেন, সে জন্য আমরা অনুরোধ জানিয়েছি।”