Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টেকসই উন্নয়নে তথ্যের সঠিকতা ও সময়োপযোগিতা অপরিহার্য: পিবিপ্রবি উপাচার্য

নাইম উদ্দিন আকন, পিরোজপুর
অক্টোবর ২১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ‘তথ্যভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলোচনায় উপাচার্য বলেন, “তথ্য ও পরিসংখ্যান কেবল একটি জাতিকে বোঝার মাধ্যমই নয়, বরং দেশ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্য হতে হবে নির্ভুল ও সময়োপযোগী। তবেই দেশকে উন্নয়নের সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “তথ্য সংগ্রহ ও সরবরাহে সকলের উচিত সৎ ও দায়িত্বশীল থাকা।” একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।”

পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় এবং বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাছুম মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, প্রভাষক রেহানা আক্তার তামীম ও মাঈন মোল্লা।

বক্তারা বলেন, তথ্য একটি জাতির শক্তি ও সম্পদ। পরিসংখ্যান সেই তথ্য সরবরাহের প্রধান মাধ্যম। আয়নার মতোই পরিসংখ্যান একটি দেশের সার্বিক অবস্থা তুলে ধরে। তারা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশে নির্ভুলতা এবং মানসম্পন্ন পদ্ধতির ওপর জোর দেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, প্রভাষক নাজমা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।