নাইম উদ্দিন আকন, পিরোজপুর
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ‘তথ্যভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আলোচনায় উপাচার্য বলেন, “তথ্য ও পরিসংখ্যান কেবল একটি জাতিকে বোঝার মাধ্যমই নয়, বরং দেশ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্য হতে হবে নির্ভুল ও সময়োপযোগী। তবেই দেশকে উন্নয়নের সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “তথ্য সংগ্রহ ও সরবরাহে সকলের উচিত সৎ ও দায়িত্বশীল থাকা।” একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।”
পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় এবং বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাছুম মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, প্রভাষক রেহানা আক্তার তামীম ও মাঈন মোল্লা।
বক্তারা বলেন, তথ্য একটি জাতির শক্তি ও সম্পদ। পরিসংখ্যান সেই তথ্য সরবরাহের প্রধান মাধ্যম। আয়নার মতোই পরিসংখ্যান একটি দেশের সার্বিক অবস্থা তুলে ধরে। তারা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশে নির্ভুলতা এবং মানসম্পন্ন পদ্ধতির ওপর জোর দেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, প্রভাষক নাজমা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.