ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাইফুল ইসলাম নোবেল (২২) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আহত নোবেল সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক এবং চরগণেশ গ্রামের বিএনপি নেতা আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইস্রাফিল সুমন জানান, তাকিয়া রোড থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় নোবেলও ওই গাড়িতে ওঠে। কলেজ এলাকা পার হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে ডাক দিয়ে গাড়িটি থামায় এবং নোবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রদলের সভাপতি নূর ইসলাম সম্রাট থানায় এসে অভিযোগ দিয়েছেন যে আসিফ ও নিলয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।
তিনি আরও বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”