ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।
সম্মেলনে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও সদস্য সচিব ইমাম হোসেন পবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের নেতা নুর করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, বিএনপি নেতা সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির নেতা বখতিয়ার মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, দেলোয়ার হোসেন দুলাল, একরামুল হক সবুজ, যুবদল নেতা শামীম ও ইকবাল এবং ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত করতে基层 নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান নেতারা।