সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে সদর উপজেলা যুবদরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান মনা।
সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাহিত্য সম্পাদক মোঃ আকাশ শেখ,সোহাগ শেখ।
সভায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার বিষয়ে সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।