Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কৌশলে ভ্যান চুরি, জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ভ্যানচালকের আহাজারি

এমদাদুল হক, নবধারা
অক্টোবর ২১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুল হক, নবধারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৌশলে ভ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙে পড়েছেন ভ্যানচালক হাফিজ শেখ (৫৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায়।

ভ্যানচালক হাফিজ শেখের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামে। তিনি জানান, “আমি পাটগাতী একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিলাম। এক অপরিচিত লোক এসে বলে, ‘হাসপাতালের সামনে যাবো, আমার রোগী আছে।’ প্রথমে যেতে চাইনি, পরে তার কথায় রাজি হই। হাসপাতালে পৌঁছে সে বলে, ‘উপরে রোগী ও মালামাল আছে, আপনি সঙ্গে আসেন।’ নিচে এক মহিলা বসা ছিল, আমি ভেবেছিলাম তারই লোকজন। আমি মাল আনতে উপরে গেলে ফিরে এসে দেখি, আমার ভ্যান নেই,চোর নিয়ে পালিয়েছে।”

কষ্টভরা কণ্ঠে হাফিজ শেখ বলেন, “আমি ৬০ হাজার টাকা দিয়ে ভ্যানটা কিনেছি, মাত্র চারটি কিস্তি পরিশোধ করেছি। এখন আমি কীভাবে চলবো জানি না। এই ভ্যানটাই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। আমার মরা ছাড়া কোনো উপায় নেই।”

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোর শনাক্ত করে ভ্যানটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। চোরচক্রকে শনাক্ত করে ভ্যান উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।