বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দুলাল চন্দ্র সাহা, সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন সিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী রেশমা রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালা শেষে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
স্থানীয় নেতারা বলেন, ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনা বাস্তবায়নই পারে দেশকে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে।