মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা)প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারের উত্তরে কাঠালবাগান এলাকায় প্রতিদিনই বসছে জুয়ার আসর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অ-বৈ-ধ জুয়ার কার্যক্রম।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় চলছে এই জুয়া খেলা। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই আসর থেকে ছড়িয়ে পড়ছে অসামাজিক কার্যকলাপ এবং বাড়ছে অপরাধ প্রবণতা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান—
“আমরা প্রতিদিন এই জুয়ার আসর দেখতে পাই, তরুণরাও এতে জড়িয়ে পড়ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে সহজেই এই অ-বৈ-ধ জুয়া বন্ধ করা সম্ভব।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন আমরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।আইনের চোখে কেউই অপরাধ করে পার পাবে না — তা সে যতই প্রভাবশালী হোক না কেন।জুয়া সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়।ধামরাই থানা সবসময় জনগণের পাশে আছে, এবং আমরা এই অ-বৈ-ধ জুয়ার আসর বন্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”পাবে না — তা সে যতই প্রভাবশালী হোক না কেন।জুয়া সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়।ধামরাই থানা সবসময় জনগণের পাশে আছে, এবং আমরা এই অ-বৈ-ধ জুয়ার আসর বন্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”