দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ২৯ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক, চোরাচালানী পণ্য ও অবৈধ জাল উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ২জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭ মেইন পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মদনঘাট নামক স্থানে নায়েক মো. রাজিব হোসেন এর নেতৃত্বে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালায়।
এসময় ভারতীয় ৫ কেজি গাঁজা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করে। তবে মাদক ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মো. জনি আহম্মেদ (২৩), মো. আকাশ আলী (২২) ও মো. ডাবলু সরকার (২৯) ৩জন মাদক কারবারী। একইদিন রাত সাড়ে ১০টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠে হাবিলদার আজিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ গ্রাম হেরোইন এবং ১০৪ পিস সিনডিনাফিল ট্যাবলেট করা হয়। অপরদিকে একইদিন রাত সোয়া ১১টার দিকে একই ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৫-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ধর্মদাহ মাঠে হাবিলদার মো. আব্দুস সাত্তার এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৬ বোতল এবং ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও ১৪ অক্টোবর বিকেলে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯ হতে আনুমানিক ৩২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানিঘাট নামক স্থানে হবিলদার মো. ফাইজুর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবীহিন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ এবং ৮২০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করে। একইদিন রাত সাড়ে ৮টায় বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পশ্চিমপাড়া মাঠে নায়েব সুবেদার মো. বজলুল রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবীহিন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ এবং ৩২০ পিস ভারতীয় সিনডিলাফিল ট্যাবলেট উদ্ধার করে।
পরদিন ১৫ অক্টোবর রাত ১টায় চরচিলামারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৩-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠে নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবীহিন অবস্থায় ৬হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।
এছাড়াও জেলার মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে ১৩ অক্টোবর রাত ৯টায় মিরপুর উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথ অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল, ২টি নৌকা, ২ কেজি ইলিশ মাছ সহ মো. নাজিম প্রামানিক নামে একজনকে আটক করা হয়। এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৩/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপির সামনে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দলের অভিযানে মো. সিরাজুল ইসলাম (৪২) ২ হাজার ৫০০ কেজি ডেপ (ডিএপি) সার এবং একটি সার বহনকারী নসিমন গাড়ী আটক করা হয়।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক, অবৈধ জাল ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ২৯ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিদের ১জনকে জরিমানা ও অপরজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চোরাচালানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।