সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে চাকরি করতেন।
প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ওই ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ সাংবাদিকদের জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া আছেন। তিনি শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন। আজ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, আরো বিস্তারিত তথ্য ওই শোরুম থেকেই জানা যাবে। অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। আজ তার ছুটি ছিলো। সকালে বলেছিলেন যশোর যাবে। এজন্য আমরা খোঁজ নিইনি। বিকেল ৪ টার দিকে বাড়ির মালিক শুভ ফোন করে জানান, হিরা ঘরের ভেতর ঝুলে আছেন।
তিনি বলেন, এরপরে আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। তবে,কেনো এমনভাবে হিরা মারা গেলেন সেবিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.