Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সাংবাদিক আতিয়ার রহমানের মাতার দাফন সম্পন্ন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক আতিয়ার রহমানের মাতা ছপুরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর তারাগুনিয়া মাদ্রাসা কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। এরআগে তারাগুনিয়া মাদ্রাসা চত্বরে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এম মামুন রেজা, উপদেষ্টা মো. মোশারফ হোসেন খান, দপ্তর সম্পাদক সাইদুল আনাম, সদস্য তামিম আদনান, নাজমুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ ও মরহুমার স্বজন-সন্তানেরা। জানাযা নামাজ পূর্ব মরহুমার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও মরহুমার বড় ছেলে দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আতিয়ার রহমান।

গতকাল সকাল ৬টায় সাংবাদিক আতিয়ার রহমানের মাতা ছপুরা খাতুন (৭৮) তারাগুনিয়া মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি প্রায় দুইবছর ধরে অসুস্থ ছিলেন। সাংবাদিক আতিয়ার রহমানের মাতার মৃত্যুতে দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।