শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুর সবুর মিয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বড়বাড়িয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তাঁর সহকর্মী, প্রাক্তন ছাত্র এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শেখ আব্দুর সবুর মিয়া চাকরি জীবনে দেশের বিভিন্ন জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা। তারা বলেন, “স্যারের শেখানো প্রতিটি শব্দ, প্রতিটি উপদেশ আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলো হয়ে জ্বলছে।”
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.