রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (তেরখাদা, রূপসা ও দিঘলিয়া) আসনে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বুধবার দিনভর তিনি তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি জনগণের সমর্থন কামনা করেন। তার সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীরা দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের মুখে ছিল উচ্ছ্বাস আর আশাবাদ। তারা জানান, এলাকাজুড়ে জামায়াতের এই প্রার্থীর প্রচারণা নতুন প্রাণ সঞ্চার করেছে।
গণসংযোগে মাওলানা কবিরুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমরা নির্বাচনী মাঠে নেমেছি। ইনসাফ, সততা ও ন্যায়ের রাজনীতিই আমাদের পথচলার অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী, মো. আব্দুস সালাম লিটন, মাওলানা এবাদুর রহমান, মাস্টার আখতার ফারুক, মাওলানা এম এ হাফিজ, মো. সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান, আহসান হাবিব টুকু, আহসান হাবিব লুনা, মাওলানা আবুল হাসান, ছাত্রশিবির নেতা মো. মিল্লাত হোসেন, মোহাম্মদ আবুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
গণসংযোগকে ঘিরে তেরখাদা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মাওলানা কবিরুল ইসলামের প্রচারণায় এলাকায় নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.