জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার টেংরাখালীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের এক চমৎকার আয়োজন—নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে টেংরাখালী খালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ও টেংরাখালী শ্রীশ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় মোট চারটি দল—সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব, দাঁদপুর নৌকা দল, টেংরাখালী দল এবং সোনাবাদাল মা মনসা দল। তুমুল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নৌকা বাইচে বিজয়ী হয় সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব, আর দ্বিতীয় স্থান অর্জন করে দাঁদপুর দল।
বিজয়ী দলকে নগদ ৫,০০০ টাকা ও রানারআপ দলকে ৩,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কিশোরী মোহন মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন।
এই নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে টেংরাখালী খালের দুই পাড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এলাকার মানুষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.