Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ২২, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইল পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি মোঃ রাজু শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় বুধবার (২২অক্টোবর) দুপুরে নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজহার দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। গত সোমবার রাতে পৌর শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। তবে তার ব্যবহৃত লাল রঙের টিভিএস ফনিক্স (১২৫ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর নড়াইল হ-১১-৪১৩০।

রাজু শেখ বলেন,সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি ফিরি। গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানান,আমার কক্ষের উত্তর পাশের জানালায় একজন অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিলেন। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে আমি আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর আমি মোটরসাইকেলটি উঠাতে বাইরে গিয়ে দেখি আমার মোটরসাইকেলটি সেখানে নাই।

পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশাপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিক ভাবে পুলিশ-প্রশাসন কে বিষয়টি জানাই। এ ঘটনায় থানায় একটি লিখিত এজহার দায়ের করি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বুধবার বিকালে বলেন,মোটরসাইকেল চুরির ঘটনায় প্রথম আলোর সাংবাদিক একটি এজহার দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।