শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অর্ধ শতাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত মামলা, মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলাজুড়ে পরিচালিত অভিযানে মোট ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ২০০ লিটার চোলাই মদ, ৩ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এছাড়া মাধবদী থানার পাচদোনা-ডাঙ্গা রোডের আমদিয়া টাওয়াদি ব্রিজ এলাকায় দস্যুতা সংঘটনের সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট, ধারালো চাকু, লুণ্ঠিত ১,২০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিবপুর থানাধীন সোনাকুড়া সিএন্ডবি বাজার এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে নরসিংদী জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.