রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার লবণচরা থানার দরগাপাড়া এলাকায় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ফল কাটার ছুরি দিয়ে জবাই করে হত্যার পর পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন নাজমুল হাসান (৫০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।
নিহত গৃহবধূ ডলি বেগম (৪৫) খুলনার পাইকগাছা উপজেলার শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা। তারা সবুজপল্লী এলাকার (৪ নম্বর কাশেম সড়কের মাথায়) খালেকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে পাশের ঘর থেকে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। তখন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ডলি বেগম। ঘাতক স্বামী নাজমুল হাসান পেছনের দিক দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় রিকশাচালক আরিফ তাকে খুলনা নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে ধরে এনে এলাকাবাসীর হাতে তুলে দেন।
নিহতের কন্যা সাদিয়া জানান, তাদের সংসারে দীর্ঘদিন ধরেই ঝগড়া-বিবাদ লেগে থাকত। প্রায়ই বাবা মায়ের সঙ্গে অমানবিক আচরণ করতেন। শেষ পর্যন্ত সেই পারিবারিক কলহই তার মায়ের জীবন কেড়ে নিল।ঘাতক নাজমুল হাসান পেশায় রাজমিস্ত্রি। তার এক পুত্র ফাহিম (২৫) এবং এক কন্যা সাদিয়া (২২) রয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সকালে স্থানীয়দের ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ফল কাটার ছুরিটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকেই হত্যার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।”
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।