বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের হল রুমে একাদশ শ্রেণীয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রশীদুল আলমের সভাপতিত্বে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি ও জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব, অভিভাবক সদস্য মো: শামীম হোসেন, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: রফিকুজ্জামান রিফাত, নবীন শিক্ষার্থী তারিফুল, আবরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাকে কেবল পরীক্ষায় পাসের জন্য নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা এবং নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। সিনিয়র সহপাঠীদের কাছ থেকে শিখা এবং নতুন বন্ধুদের সাথে সহযোগিতা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল শিক্ষা কার্যক্রমের সুযোগ দেওয়া হবে, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
জীবনের এই নতুন পথে হয়তো অনেক বাধা-বিপত্তি আসবে। কিন্তু মনে রাখতে হবে, দৃঢ়তা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে যেকোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। সর্বশেষে, সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও আলোকিত শিক্ষাজীবন কামনা করে বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.