Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দুদকের গণশুনানি নিয়ে জনগণের ব্যাপক সাড়া

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। দুর্নীতির শিকার নাগরিকরা বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন দুদকের স্থাপিত অভিযোগ গ্রহণ বুথে। আসন্ন ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এই গণশুনানিকে ঘিরে ইতোমধ্যেই জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

দুদক সূত্রে জানা গেছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

 

গণশুনানিকে সফল করতে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে—দড়াটানা, চৌরাস্তা, কোর্ট মোড়, মনিহার চত্বর, ঝুমঝুমপুর ও পালবাড়ি মোড়ে। পাশাপাশি শহরময় মাইকিং, ব্যানার ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষকে অভিযোগ জানাতে উৎসাহিত করা যায়।

 

এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিযোগ নিয়ে বুথে হাজির হচ্ছেন। যশোরের চৌরাস্তা এলাকায় অভিযোগ জানাতে আসা এক চিকিৎসক বলেন, “আমি যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগ করেছি। আশা করি দুদক চেয়ারম্যান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।”

 

অন্যদিকে ফতেপুরের আরজিনা খাতুন অভিযোগ করেন, “কমিউনিটি ক্লিনিকে মেয়ের চাকরির জন্য তিন লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু চাকরি হয়নি, টাকাও ফেরত দেয়নি। তাই ন্যায্য বিচার চাই।”

 

দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন জানান, “গণশুনানিতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার যারা হয়েছেন, তারা অভিযোগ জানাতে পারবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।”

 

চলতি বছর দুদক যশোরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এসব অভিযানে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা, তদন্ত ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বেনাপোল কাস্টমসে ঘুষের ঘটনায় জড়িত কর্মকর্তাকে গ্রেফতার এবং বিআরটিএ অফিসে দালাল ধরার মতো ঘটনাও রয়েছে।

 

দুদক কর্মকর্তারা আশা করছেন, এই গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুদক সম্পর্কে আস্থা বাড়বে এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।