Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রূপসা ঘাটে আধুনিক যোগাযোগ ব‍্যবস্থা নিশ্চিত করবেন খুলনার নবাগত জেলা প্রশাসক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা ঘাটের যাতায়াত ও সুষ্ঠ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও পরামর্শের মাধ্যমে আধুনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেককে জনগণের সেবায় সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণের মতামতকে সমান গুরুত্ব দিয়ে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সভা অনুষ্ঠিত হয় (২৩ অক্টোবর)রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে। এতে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষি ও মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী প্রোগ্রামার, রূপসা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরা।

সভা শেষে জেলা প্রশাসক রূপসা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত “কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এর আগে তিনি রূপসা থানার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের নির্দেশে রূপসা ঘাটের আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করার জন্য সকল সরকারি কর্মকর্তা সমন্বিতভাবে কার্যক্রম শুরু করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।