বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মামার বাড়ি থেকে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের মোহাম্মদ বলাই এর ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ছোটবেলা থেকে তার মামার বাড়ি নতুন টুপকারচরে তার নানীর সঙ্গে থাকতো।
তার বাবা ও মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
বৃহস্পতিবার দুপুরে নানী আসমা বেগম মামা বরাই এর ঘরে সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করতে পারে এমন মনে হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।