Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ব্যবসায়ীর আত্মহত্যা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের মনোহারী (মুদি) ব্যবসায়ী সয়ন ফকির (৩০) বৃহস্পতিবার সকালে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে। মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, তরুন ব্যবসায়ী সয়ন ফকির বিভিন্ন এনজিও ও লোজজনের কাছ ঋণগ্রস্থ হয়ে পরে। দেনার দায়ে গত এক সপ্তাহ যাবত মানষিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পরে। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী প্রতিষ্টানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দুপুর ১১টার দিকে প্রতিবেশীরা সয়নের বাড়ির পাশে পুকুর পাড়ের একটি ফলের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরাদেহ দেখে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সয়ন ফকিরের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।