Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে কৃষকদল নেতৃবৃন্দের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
অক্টোবর ২৩, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত মাগুরা জেলা সহসভাপতি মো. মশিউর রহমান (রিংকু), সাংগঠনিক সম্পাদক (পৌর, মহম্মদপুর) মো. এহসানুল হক পলাশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান—এ তিন নেতাকে সংবর্ধনা ও পরিচিতি সভার মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মহম্মদপুরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কৃষকদলের সদস্য মো. রেজওয়ানুর রহমান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সোনার দেশে রূপান্তরিত হবে।” তিনি আরও বলেন, “আমাদের এই দেশ কৃষিনির্ভর; দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাই কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানাচ্ছি। কৃষকদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।