জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্প সভাটির আয়োজন ও সার্বিক সহায়তা প্রদান করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়সাল আহম্মেদ। সভায় সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং আশাশুনি থানা–সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এনজিও কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলা বিষয়ে বিভিন্ন সংস্থা তাদের নিজ নিজ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, উপজেলায় বর্তমানে ১১০টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। সিপিপি প্রতিনিধি জানান, ১ অক্টোবর থেকে মাঠ পর্যায়ে তাদের নিয়মিত অনুশীলন শুরু হয়েছে।
আলোচনায় জরুরি ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে অন্তত ৫০০টি জিও ব্যাগ সরবরাহ, পূর্ববর্তী সরকারের সময়ে ইজারা দেওয়া সরকারি খালসমূহ উন্মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করা, ভরাট খালগুলো দ্রুত খনন, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধসমূহের জরুরি সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে জনগণের জীবন–সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধিতে প্রকল্পের আওতায় চলমান কর্মকাণ্ড তুলে ধরেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.