গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের এক দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তেঁতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে এবং পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরলে মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার সকাল সাতটার দিকে টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে হাঁটার সময় একটি অ্যাম্বুলেন্স তার পথরোধ করে। অ্যাম্বুলেন্স থেকে নামা পাঁচজন লোক তাকে চেতনা নাশক দিয়ে জোরপূর্বক তুলে নেয়। সারাদিন তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং ভোররাতে পঞ্চগড়ের এক নির্জন এলাকায় এনে পায়ে শিকল বেঁধে গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে যায়। যাওয়ার আগে অপহরণকারীরা তাকে ভারতে নিয়ে যাওয়ার হুমকিও দেয়।
তিনি আরও জানান, গত চার মাস ধরে ইসকনের নামে একাধিক উড়োচিঠি পাঠিয়ে তাকে বিভিন্ন ধর্মবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল। চিঠিগুলোতে ইস্কন নেতা চিন্ময় দাসের মুক্তি, অখণ্ড ভারতের সমর্থন এবং ধর্মীয় বিবাহ-বিষয়ক বিতর্কিত বক্তব্য প্রচারের নির্দেশ দেয়া হয়। এসব নির্দেশ অমান্য করায় তাকে হত্যার হুমকি এবং সর্বশেষ অপহরণের শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর টঙ্গী ও আশপাশের এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত মাঠে নামে। বুধবার সন্ধ্যা থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ অহিদুজ্জামান বলেন, তেঁতুলিয়া থানার পুলিশ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আমরা ঘটনার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কারও উসকানিতে যেন কেউ বিভ্রান্ত না হয়—আমি সে আহ্বান জানাচ্ছি।
ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, সভা আহবানের মাধ্যমে তাদের পরামর্শ নিচ্ছি এবং সবাই মিলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি। তিনি বলেন,প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, টঙ্গীর টিএনটি মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানী হুজুর গতকাল নিখোঁজ হয়েছিলেন; আজ কিছুক্ষণ আগে তাঁকে পঞ্চগড় থেকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। উনার বড় ছেলের সঙ্গে আমার কথা হয়েছে—তাঁরা এখন পঞ্চগড় আছেন। রাব্বুল আলামিন রহম করুন, হুজুরকে সুস্থভাবে আবার মিম্বারে ফিরিয়ে দিন।
তিনি আরও বলেন, যতটুকু জেনেছি, তাঁকে বেশ কয়েকদিন ধরে চিঠির মাধ্যমে হুমকি দেয়া হচ্ছিল। আমি এর তীব্র নিন্দা জানাই। নতুন বাংলাদেশে কেউ যেন গুম কিংবা কোনো ধরনের জুলুমের শিকার না হয়—সেজন্য রাষ্ট্রকে শক্তভাবে কাজ করতে হবে। ইমাম ও খতিবদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে চলতে পারে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.