মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে প্রবাসফেরত এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে কেন্দ্রীয় কমিটি তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে বাড়িতে একা পেয়ে প্রবাসফেরত এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবারই বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই বুধবার বেলা দুইটার দিকে পৌর শহরের অবসর সিনেমা হল মোড় এলাকা থেকে অভিযুক্ত রাজু আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গ্রেপ্তারের পর রাজুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজু আহমেদকে গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয় যুবদল। বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে রাজু আহমেদকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কারপত্রে আরও বলা হয়, রাজু আহমেদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তাঁর সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল জানান, ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.